জামালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জামতলী এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান ওই এলাকার জাফর আলীর ছেলে। ইটাইল ইউপি চেয়ারম্যান এড: হাফিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ তিনটার দিকে অন্য শিশুদের সাথে খেলা করার সময় আরিয়ান পুকুরে ডুবে যায়। অন্য শিশুরা তাকে উদ্ধারে চেষ্টা করলেও সে ডুবে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন পুকুরে নেমে ২ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাবা জাফর আলীর সাথে কথা বলেছি। নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি সজিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। Related posts:জামালপুরে যৌন আক্রমণের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসার শীর্ষ কমান্ডার নিহতনেত্রকোনায় গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে নারী হত্যা: দুই সহোদর গ্রেফতার Post Views: ৫৪১ SHARES সারা বাংলা বিষয়: