জামালপুরে রাসেল হত্যা মামলায় ২ সহোদরের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার, জামালপুর ॥ জামালপুরে রিকশা চালক রাসেল হত্যা মামলায় ২ সহোদরকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন ওই দণ্ডাদেশ দেন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রাসেলের সাথে প্রতিবেশী ভূট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরেরদিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে একটি আখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভূট্টুসহ ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৫ আসামীর সাক্ষগ্রহণ শেষে ভূট্টু ও তার ভাই খালেককে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এছাড়াও ছামিউল, জহিজল, রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুত ও বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন। ওইসময় মামলার অপর ৪ আসামীকে খালাস দেন তিনি। Related posts:ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরাস্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীতে, একজনের মৃত্যুনেত্রকোনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ১০ Post Views: ৩৫৮ SHARES সারা বাংলা বিষয়: