জিল বাংলা সুগার মিলের বকেয়া বেতনসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মত বিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলের শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন ভাতা পরিশোধ, চিনিকল ব্যবস্থাপনায় অনিয়ম,চিনিকল অন্যত্র বিক্রি কয়ার পাঁয়তারাসহ বিভিন্ন অনিয়ম এর প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে চিনিকলের ১নং গেটে ৫ শতাধিক শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিওয়াকার্স ইউনিয়নের সভাপতি মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, আবুল হোসেন, বেলাল উদ্দীন, রাশেদ, রফিকুল ইসলাম প্রমুখ। জিলবাংলা চিনি কলের ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রাখায় পরিবার সন্তান নিয়ে অনাহারে দিন যাপন করছে শ্রমিকরা। বাংলাদেশের মধ্যে চিনি উৎপাদনে এই মিল প্রথম সারিতে অবস্থান করছে। সুষ্ঠু ব্যবস্থাপনায় জিল বাংলা চিনি কল পরিচালিত হলে লাভের মুখ দেখবে। তাই শ্রমিকদের জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। Related posts:দৃষ্টি দিবস উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতময়মনসিংহে প্রবাসীর বাড়িতে মিলল ৭ হাজার কেজি লবণ, আটক ৪জামালপুরে জুট মিল চালু ও বেতনের দাবিতে বিক্ষোভ Post Views: ২৩২ SHARES সারা বাংলা বিষয়: