ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যানসহ দুই ইউপি সদস্য সাময়িক বরখাস্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ নিজস্ব সংবাদদাতা ॥ দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী ফর্সা ও অপর দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকালে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ এসেছে বলে জানিয়েছে শেরপুর এর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। একই অভিযোগে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন ও (৭, ৮, ৯) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগমকে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাময়িক বরখাস্ত করেছেন। Related posts:নালিতাবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডশেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ ২ ভাই আটক Post Views: ৪৫০ SHARES শেরপুর বিষয়: