ঝিনাইগাতীতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন অভ্যন্তরিন জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৫০.৮৮ কেজি দেশিয় প্রজাতির রুই, কাতল, মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ পুকুরে, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে পুকুর, ঝিনাইগাতী থানা পুকুর, কান্দুলি আশ্রয়ন প্রকল্পের পুকুর ও বাইলা বিল প্লাবন ভূমি পুকুর ও কাটাখালি ব্রিজ সংলগ্ন অভয়াশ্রমে পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, নাকুগাঁও স্থলবন্দর মৎস্য প্রকল্পের কোয়ারেন্টিন অফিসার রোমানা শারমিন, উপজেলা মৎস্য অফিসার মোঃ সিরাজুস সালেহীন, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামসহ মৎস্যচাষী ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪ঝিনাইগাতীতে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রীর Post Views: ৩৭০ SHARES শেরপুর বিষয়: