ঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ॥ অবশেষে মামলা দায়ের

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার ওই ঘটনা ঘটে। অভিযুক্ত হযরত আলী ও তার পরিবারের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দিতে আপসের কথা বলে ওই গৃহবধূকে চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রায় ৫ দিন পর ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, ভিকটিমকে উদ্ধার করেছে। ওইদিন রাতে ধর্ষক হযরত আলীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত হযরত আলী (৩০) দক্ষিণ ডেফলাই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার গৃহবধূর বয়স আনুমানিক ২২ বছর। কিছু দিন আগে একই উপজেলার বনগাঁও গ্রামে হযরত আলী ঘটকালি করে বিবাহ দেয়। গৃহবধূ তার স্বামীর সাথে অভিমান করে ওই দিন বাবার বাড়ীতে বেড়াতে আসলে ২ সেপ্টেম্বর বুধবার বাড়ীতে সে একা ছিল। ওই সুযোগে পার্শ¦বর্তী বাড়ীর ঘটক হযরত আলী তার বসত ঘরে ঢোকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। ওই ঘটনা নিয়ে পরিবারের লোকজন থানায় যেতে চাইলে হযরত আলী ও ওই এলাকার এক ইউপি সদস্য ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের লোকজনকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আপসের কথা বলে। এছাড়াও তাদেরকে থানায় যেতে বাধা দেয়। পরে বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে প্রয়োজনীয় তদন্ত কাজ সম্পন্ন করেন।
এদিকে থানা পুলিশের হস্তক্ষেপ টেরপেরে ধর্ষক হযরত আলী আত্মগোপন করেছে। মামলা দায়েরের বিষয়টি ওসি (তদন্ত) সরোয়ার হোসেন নিশ্চিত করেছেন।