ঝিনাইগাতীতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে আরিয়ান নাফিজ নামে (আড়াই মাস) বয়সের এক শিশুর মৃতদেহ উত্তোলন করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। আদালতের নির্দেশে ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে ঝিনাইগাতী থানার পুলিশ উপজেলার চাপাঝোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আরিয়ান নাফিজ চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেন ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে নাফিজের মৃত্যু হয়। তার মা খাদিজা বেগম এই মৃত্যুর বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করেন পুলিশ। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, মরদেহের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে মঙ্গলবার থেকে ৬ দফা দাবিতে ২১ শ্রমিক সংগঠনের ৪৮ ঘন্টা কর্মবিরতির ঘোষণাশেরপুরে বন্যহাতির অভয়াশ্রম ও বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে মানববন্ধনদেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো! Post Views: ২৯২ SHARES শেরপুর বিষয়: