ঝিনাইগাতীতে পিকনিকে আসা ভটভটি উল্টে আহত ২৬ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা একটি ভটভটি গাড়ী উল্টে গিয়ে ২৬ জন আহত হয়েছে। আহতদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী গুরুচরণ দুধনই এলাকার সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পক্ষ থেকে জানা যায়, আহতরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মিস্ত্রিপাড়া গ্রাম থেকে সোমবার দুপুরে শ্যালোচালিত ভটভটিযোগে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমনে আসেন। বিকেলে বাড়ী ফেরার পথে ঝিনাইগাতী উপজেরার গুরুচরণ দুধনই এলাকার সীমান্ত সড়কে চলন্ত অবস্থায় ভটভটিটি উল্টে গিয়ে ২৬/২৭ জন আহত হয়। এ বিষয়ে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহিদ ইকবাল শ্যামলীনিউজ২৪ডটকমকে বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভটভটি গাড়ীটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। Related posts:শেরপুরে এবার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণকরোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর জেলায় ১শ টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দনিখোঁজের ৬ দিন পরও সন্ধান মেলেনি শেরপুরের শিক্ষার্থী সুমন মিয়ার Post Views: ৫২৯ SHARES শেরপুর বিষয়: