দেশে ফিরলেন সাকিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। করোনাভাইরাস পরীক্ষা করে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন সাকিব। কেননা ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ফলে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে। Related posts:১১ জুন শুরু হতে পারে লা লিগাভারতে বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোনের নামটিনের ছোট্ট ঘর থেকেই বিশ্বজয় রাকিবুলের Post Views: ৪০৪ SHARES খেলাধুলা বিষয়: