নালিতাবাড়ীতে আব্দুল হালিম উকিলের স্মরণ সভার চুড়ান্ত প্রস্তুতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীর পৌরসভা মিলনায়তনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রয়াত আব্দুল হালিম উকিলের স্মরণ সভা সফল করার লক্ষ্যে চুড়ান্ত প্রস্তুতি মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রেসক্লাব, নালিতাবাড়ীর সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক আল হেলাল, এম. সুরুজ্জামান, আব্দুল মোমেন, মঞ্জুরুল আহসান, রাকিবুল ইসলাম রাকিব ও সানি ইসলাম, উজ্জল ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আব্দুল হালিম উকিলের স্মরণ সভাকে সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৫ জুলাই নালিতাবাড়ীর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল ইহ লোক ত্যাগ করেন। তার স্মরণে প্রেসক্লাব নালিতাবাড়ী ও নালিতাবাড়ী কাগজ এর উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে এক স্মরণ সভা ও শ্রদ্ধায় স্মরণে আব্দুল হালিম উকিল নামের এক স্মরনিকা বই প্রকাশ করতে যাচ্ছে। Related posts:শ্রীবরদীতে পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানশেরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপর জেলা প্রশাসনঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান Post Views: ৩৮৪ SHARES শেরপুর বিষয়: