নালিতাবাড়ীতে আমন ধান ক্ষেতে ইদুরের আক্রমন-দিশেহারা কৃষক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধান ক্ষেতে ইদুরের আক্রমন শুরু হয়েছে। ইদুরের আক্রমনে কৃষককুল দিশেহারা হয়ে পড়েছে। এলাকার কৃষক সূত্রে জানা গেছে, আমান আবাদের পর ধান গাছ এখন বাড়তে শুরু করেছে। এমন সময় নরম কচি ধান গাছের সু গন্ধে ইদুর মুহুর্তে ধান গাছ কেটে ফেলতে পারে বিধায় ইদুর সহজেই ক্ষেতের পর ক্ষেত বহু ধান গাছ কেটে সাবার করে ফেলছে। আমান ধানের বাড়ন্তের এই সময়ে ধান ক্ষেতে পর্যাপ্ত পানি থাকা সত্বেও ইদুরের আক্রমনে আবাদকৃত ধান ক্ষেতে ধান গাছের গোড়া কেটে দিয়ে ধান গাছ কেটে ফেলছে এবং ধান গাছ লালটি হয়ে বিবর্ন আকার ধারন করেছে। অনেক টাকা খরচ করে সার বিষ দিয়েও ধান গাছ রক্ষ করা যাচ্ছে না। ফলে দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষকগন। এ ব্যাপারে কৃষক আব্দুস সামাদ বলেন, আমি এবার রুপাকুড়া, দুধকুড়া, হাতিপাগাড়সহ গ্রামগুলিতে ১৫একর আমান ধান আবাদ করেছি। এসব ধান ক্ষেতে ইদুর আক্রমন করে ধান গাছ কেটে দিয়ে আবাদকৃত ক্ষেত সাবার করে ফেলছে। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। ক্ষেতে পানি থাকা সত্বেও এই ধরনের ্ইদুরের আক্রমন আমাদের সমস্ত অর্জন নষ্ট করে ফেলছে। এত টাকা খরচ করে আবাদ করে এখন ইদুরের কারনে যদি ফসল শেষ হয়ে যায় তাহলে আর আমাদের রক্ষা নেই। কৃষক হযরত আলী বলেন, আমি ১৫ কাঠা জমি আবাদ করেছি। আমার ক্ষেতেও ইদুর আক্রমন করেছে। এই জমির আবাদ দিয়েই আমি সারা বছরের খোড়াক করি। এখন এই ইদুরের কারনে আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির বলেন, আমি বিষয়টি শুনলাম। সরজমিনে পরিদর্শনে গিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। Related posts:শ্রীবরদী সদর ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ফরিদের পথসভা অনুষ্ঠিতনকলায় নিরাপদ শিম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিতশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৩৫৫ SHARES শেরপুর বিষয়: