নালিতাবাড়ীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে একটি বিশাল মাদি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার দাওধারা-কাটাবাড়ি মৌজায় সীমান্তের কাটাবাড়ি এলাকা থেকে ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কাটাবাড়ি এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার বাসিন্দারা জানান, হাতির শরীরের বামপাশে একটি ক্ষত রয়েছে। ক্ষত দেখে মনে হয় হাতিটিকে মারা হয়েছে। তবে বনবিভাগের কর্মকর্তারা বলছেন, হাতিটি বয়স্ক। সম্ভবত অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে। এদিকে দুপুরে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহের ময়নাতদন্ত করেন। পরে হাতিটিকে সেখানেই মাটিচাপা দেওয়া হয়। Related posts:নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে দুর্ভোগে কৃষকসহ সহস্রাধিক পরিবারশেরপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন র্যাব-১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খানঝিনাইগাতীতে নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ইমামের Post Views: ৪০৭ SHARES শেরপুর বিষয়: