নালিতাবাড়ীতে মাদকসহ পৌর কর্মচারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী পৌর সভার পানি সরবরাহ শাখায় অস্থায়ী নিয়োগে কর্মরত শুভ সূত্রধর (২৭) কে ৭০ গ্রাম গাজাসহ আটক করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর সোমবার এসআই আলমগীরের নেতৃত্বে এক অভিযানে উপজেলার কাপাশিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শুভ নালিতাবাড়ী শহরের কাচারীপাড়া গ্রামের গোবিন্দ সূত্রধরের ছেলে। সে নালিতাবাড়ী পৌরসভায় অস্থায়ী নিয়োগে পানি সরবরাহ শাখায় অফিস সহায়ক পদে কর্মরত রয়েছে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ‘মাদকের সাথে কোন আপোষ নয়, মাদক নির্মূলে আমরা বদ্ধ পরিকর’। তিনি আরও বলেন, খুব দ্রুতই মাদকের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে। সে যত বড় ক্ষমতাবান ব্যক্তিই হোক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৫ ঘন্টা পর দুইজনের লাশ উদ্ধারনালিতাবাড়ীতে হেরোইনসহ শহর ছাত্রদলের আহবায়কসহ গ্রেফতার ৪আজ শেরপুরের প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১২তম মৃত্যুবার্ষিকী Post Views: ৩০১ SHARES শেরপুর বিষয়: