‘প্রস্ফুটিত শেরপুর’ ফেসবুক গ্রুপে সেলফি প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ মাহবুবা রহমান শিমু ॥ জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘প্রস্ফুটিত শেরপুর’ এর পেইজে অনুষ্ঠিত হয়ে গেল সেলফি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ব্যাপক ভাবে সারা ফেলেছে ‘প্রস্ফুটিত শেরপুর’ ফেসবুক গ্রুপটি। প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করার কথা থাকলেও অনেক মেম্বারদের অনুরোধের কারণে পুরুষ ও নারী দুই বিভাগ (লাইকের ভিত্তিতে) এডমিন প্যানেল পছন্দ সব মিলিয়ে সর্বমোট ২২ জনকে পুরস্কৃত ঘোষণা করা হয়। ২৫শে সেপ্টেম্বর। বিজয়ীরা হচ্ছেন, পুরুষ বিভাগের, প্রথম হয়েছেন Faruk Umar FK ২য় হয়েছেন Musharof Hossain Sarker ৩য় হয়েছেন সাদেকুন নাঈম। নারী বিভাগ, প্রথম হয়েছেন মাহবুবা রহমান শিমু, ২য় হয়েছেন অপরাজিতা অহনা, ৩য় হয়েছেন Farhana Prema সহ মোট ২২ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মগ ও শেরপুর জেলার দর্শনীয় স্থানের ছবি সম্বলিত টি-শার্ট বিতরণ করা হবে। Related posts:শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামশেরপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত Post Views: ৭১৩ SHARES শেরপুর বিষয়: