বকশীগঞ্জে ব্রীজে উঠতে সিঁড়ি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার বকশীগঞ্জ-মেরুরচর সড়কে ব্রীজে উঠতে সিঁড়ি ব্যবহার করা হচ্ছে। ব্রীজের সাথে সংযোগ সড়ক না থাকায় আউলপাড়া নামক স্থানে পৌনে ২ কোটি টাকায় নির্মিত ব্রিজটি জনসাধারণের কোন কাজেই আসছে না। ফলে ১০টি গ্রামের মানুষ ভোগান্তি শিকার হয়ে আসছে। একই কারণে কর্মহীন হয়ে পড়েছে পরিবহন সেক্টরের শ শ শ্রমিক। জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা সদর থেকে মেরুরচর গ্রাম হয়ে দেওয়ানগঞ্জ উপজেলার শেষ সীমানা ব্রম্মপুত্র নদী পর্যন্ত একটি পাকা সড়ক রয়েছে। ২০১৭ সালের বন্যায় ওই সড়কের আউলপাড়া নামক স্থানে ব্রীজটি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৮ সালের বন্যায়স্ত্রীজটি পুরোপুরো ভেঙে যায়। ফলে বকশীগঞ্জ উপজেলা সদরের সাথে মেরুরচরসহ আশপাশের ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে এলজিইডির অর্থায়নে ২০১৮ সালে উল্লেখিত স্থানে নতুন একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ২২ মিটার দৈর্ঘ্য ব্রীজটির ব্যয় ধরা হয় ১ কোটি ৬৯ লাখ টাকা। ২০২০ সালে মাঝামাঝি সময়ে ব্রিজটির র্নিমাণ কাজ শেষ হয়। ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক র্নিমাণ করা হয়নি। দুই পাশের সংযোগ সড়ক না থাকায় বর্তমানে ব্রিজটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। ফলে মেরুরচর, ফকিরপাড়া, কলকিহারা, বাগাডুবা ও কাছিমারচর গ্রামসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। একই কারণে নানা পরিবহন চলাচলেও দারুণ বিঘ্ন ঘটছে। পরিবহন চলাচল করতে না পারায় কৃষকরাও তাদের কৃষিপণ্য বেচাকেনার জন্য হাটবাজারে যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছে। তাই কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা চরাঞ্চলের কৃষকরা। বেকার হয়ে পড়েছে শ শ পরিবহন শ্রমিক। উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, ব্রিজটির র্নিমাণ কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দেননি। ফলে দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। কাজ বুঝিয়ে দিলেই দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক র্নিমাণ কাজ শুরু হবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, সমস্যাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে। আশা কুির স্বল্প সময়ের মধ্যে সমাধানও হবে। Related posts:খুনিদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা : জামালপুরে কৃষিমন্ত্রীকরোনা প্রতিরোধে মুক্তাগাছা থানার মানবিক ওসি বিপ্লব কুমার বিশ্বাস রাতদিন মাঠে তৎপরযমুনা সারকারখানা পরির্দশন ও মতবিনিময় সভা Post Views: ২৮৮ SHARES সারা বাংলা বিষয়: