শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ ও ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ শ্লোগান সামনে রেখে ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মোশাররফ হোসেন প্রমুখ। ওইসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক হেলালী বেগম, দিলরুবা, সাদিয়া আক্তার, আইনুন নাহারসহ ওই কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার নারী সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করলে কোন ঘুষ দুর্নীতি থাকবে না : নুরুজ্জামান বাদলমন্ত্রীত্ব না থাকলে ফ্রিল্যান্সার হব: নালিতাবাড়ীতে প্রতিমন্ত্রী পলকঝিনাইগাতীতে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ৩৫২ SHARES শেরপুর বিষয়: