শেরপুরের নালিতাবাড়ীতে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে কৃষক প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কৃষকদেরকে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে আগ্রহী করে তুলতে ১শ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশনের আয়োজনে সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ে সভাকক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হাকাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আজিজল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা, খাগড়াছরির সফল আম চাষী রোমেল মারমা চাষাীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও অভিজ্ঞতা বিনিময় করেন। নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী অঞ্চলগুলোতে কৃষকদের উন্নত জাতের আম চাষের পাশাপাশি মিশ্র ফল চাষে আগ্রহ বাড়াতে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এবং উপজাতি সম্প্রদায়েরসহ ১০০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হাতে কলমে বিভিন্ন ফল গাছের কলম তৈরি ও গ্রাফটিং করার পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণ করান উপ-পরিচালক আজিজুল হক, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা ও সাতক্ষীরার মায়া কানন নার্সারীর স্বত্বধাকারী জিএম আব্দুল্লাহ। Related posts:শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালালো রিমান্ডের আসামিনকলায় ফাসিঁতে ঝুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুনকলায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম Post Views: ৩৩৪ SHARES শেরপুর বিষয়: