শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বেপারীবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আরিফ স্থানীয় আকাবর মিয়ার ছেলে। জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় পুকুরের পাড়ের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিফ। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, যথাযথ কর্তৃপক্ষের কাছে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতারশেরপুরে চালকদের ফুল ও হেলমেট দিলেন পুলিশ সুপারশেরপুরে তরুণ শিল্পপতি শুভ রেজার উদযাপন Post Views: ৩৫৪ SHARES শেরপুর বিষয়: