শেরপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৪৩৭, সুস্থ ৩৮২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ওই ২ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে নকলা ও ঝিনাইগাতীর ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৩৭ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৮২ জন। আর ৯ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে শেরপুর সদরে ২১৬, নকলায় ৬৭, নালিতাবাড়ীতে ৭৮, ঝিনাইগাতীতে ৩৮ ও শ্রীবরদী উপজেলায় ৩৮ জন রয়েছেন। তাদের মধ্যে ১২ জন চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৬৪৫ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৫৯৬ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৪৯ জনের। Related posts:শেরপুর নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে জরিমানানকলায় সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুশেরপুরে হিজড়াদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন Post Views: ২৮০ SHARES শেরপুর বিষয়: