শেরপুরে জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতিতেও শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে তিনি কারাগার পরিদর্শনে গেলে কারাগেটে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। ওইসময় অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন, কারা চিকিৎসক নূর জাহান বেগম, জেলার তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে কারা অঙ্গনে একটি পাতাবাহার চারা রোপন করেন এবং হাজতী-কয়েদীদের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। সেইসাথে তিনি কারাগারের নিরাপত্তাসহ হাজতী-কয়েদীদের সেবার মান নিশ্চিত করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। Related posts:নালিতাবাড়ীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আঃ হালিম উকিলের স্মরণ সভানকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতারশেরপুরে আরও ৬ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৪২৭, সুস্থ ৩৪৫ Post Views: ৪৫০ SHARES শেরপুর বিষয়: