শেরপুর জেলা স্কাউটসের কমিশনার জিয়াউল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন ৭ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামকে কমিশনার ও নবীনগর আদর্শ বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করা হয়। ভার্চুয়াল আলোচনা সভায় সকলের সর্ব সম্মতিক্রমে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলী আকন্দ, যুগ্ম সম্পাদক হেরুয়া বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান কবির, কোষাধ্যক্ষ নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ মাসুদ করিম। উল্লেখ্য যে, কমিশনার এটিএম জিয়াউল ইসলাম ও সম্পাদক রফিকুল ইসলাম ২য় বারের মত নির্বাচিত হলেন। Related posts:শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিতশেরপুরে পূর্বশত্রুতার জের ধরে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪নালিতাবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড Post Views: ২৮২ SHARES শেরপুর বিষয়: