শেরপুর নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে জরিমানা

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ না মানায় গাড়ির মালিক ও চালকদের জরিমানা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার পৌর শহরের গড়েরগাঁও চৌরাস্তা মোড়ে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। ওইসময় নকলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকার কারণে গাড়ির মালিক ও চালকদের কাছ থেকে মোট ৩ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।