শ্রীবরদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক জাহানের উপজেলা প্রতিনিধি শওকত জামান, এমআরটি মিন্টু প্রমুখ। Related posts:ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবীরের বদলিজনিত বিদায় সংবর্ধনাশ্রীবরদীতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতারশেরপুরে হাসপাতালের স্টাফসহ করোনা ভাইরাসের ২ রোগী শনাক্ত Post Views: ৩১১ SHARES শেরপুর বিষয়: