সরিষাবাড়ীতে মোটরসাইকেল চাপায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ সরিষাবাড়ীতে মোটরসাইকেলের নিচে পড়ে মফিজ উদ্দিন (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ পার্শ্ববর্তী ভুরারবাড়ি গ্রামের মৃত ময়েজ মুন্সির ছেলে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মফিজ উদ্দিন আরামনগর বাজার ঝালুপাড়া রোডে স’মিলের সামনে দাঁড়িয়েছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহের হোসেন খান জানান, দুর্ঘটনার সংবাদটি শুনেছি। তবে কেউ অভিযোগে করেনি। Related posts:শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারস্বামীর নির্যাতনের হাসপাতালের বেডে ছটফট করছে গৃহবধু আনজুআরাগাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ তিনজন নিহত Post Views: ৩৭৭ SHARES সারা বাংলা বিষয়: