বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি। ৪ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান হিসেবে উপজেলার ১১৫টি অসহায় পরিবারকে ১২০ বান্ডিল ঢেউটিন ও তিন লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ভিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান উপজেলার পৌর এলাকার সাতপোয়া গ্রামে বাইতুল মুনীব নামে নতুন একটি জামে মসজিদ, ঈদগাহ মাঠ ও কবরস্থানের উদ্বোধন করেন।