শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) ॥ শেরপুর নানা কর্মসূচি ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রয়াত শ্রমিকনেতা, শ্রমিকের নয়নমনি জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সেলিম রেজার ১১তম মৃত্যু বার্ষিকী বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর শনিবার প্রয়াত শ্রমিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে দোয়া-কুলখানির আয়োজন করা হয়।
দিন ব্যাপি কর্মসূচির মধ্যে সংগঠনের পক্ষ থেকে সকাল ৬.৩০ মিনিটে সংগঠনের পতাকা, কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় কালো ব্যাজ ধারন, দুপুর ২টায় পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় মন্দিরে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার জন্য প্রার্থনা করা হয়।
এব্যাপারে সংগঠনের সাধারন সম্পাদক হোসেন আলী জানান, যতদিন ট্রাক শ্রমিক ইউনিয়ন বেঁচে থাকবে ততদিনই আমরা প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার স্মরণে বিভিন্ন কর্মসূচি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবো। প্রয়াত শ্রমিক নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মসজিদে নূর মসজিদের ইমাম মোঃ আবু তালেব ও সেলিম রেজা-ফরিদা ইয়াসমিন পুরাতন জামে মসজিদের ইমাম আঃ ছালাম।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার বড় ছেলে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজার ঢাকলহাটীস্থ রাজনৈতিক কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, দপ্তর সম্পাদক আঃ হামিদ, প্রচার সম্পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন উপ-কমিটির সভাপতি-সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান, সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত শ্রমিক নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা।