ঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ বেকারি মালিককে অর্থদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতীতে দুই বেকারি মালিককে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২৮ অক্টোবর বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুতকরণ, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় উপজেলার থানা রোড এলাকার অন্তর বেকারীর মালিক নুরুজ্জামানকে পাঁচ হাজার ও প্রতাবনগর এলাকার ভাই ভাই বেকারীর মালিক আতিককে তিন হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের অপরিচ্ছন্ন ও মেয়াদ বিহীন কোন খাদ্য উৎপাদন না করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত ও নিরাপদ বেকারী পণ্য উৎপাদনের জন্য বেকারি মালিকদের পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতশেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুর পলিটেকনিকে চুরি, সাতক্ষীরা থেকে আন্তঃজেলা চোর চক্রের থেকে ২ জন গ্রেফতার Post Views: ২২০ SHARES শেরপুর বিষয়: