গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ঝিনাইগাতীতে গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৮ অক্টোবর বুধবার মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে ওই ঘটনা ঘটে। হাছান উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকায় থাকেন। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী বখাটে হাছান আমিন বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এ সময় তিনি (হাছান) ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতরস্থানে হাত দিলে গৃহবধূর ঘুম ভেঙে যায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাছান আমিনকে আটক করেন। পরে এলাকাবাসী হাছানকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ও গ্রেফতার হাছান আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। Related posts:নালিতাবাড়ীর গারো পাহাড়ে জম্পেশ সাহিত্য আড্ডাশেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: