জামালপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকারের সভাপতিত্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক এনামুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সমাবেশে জেলার সকল জন প্রতিনিধি, সুধি সমাজের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তরা নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।