জামালপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধার মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর ইসলামপুরে মৌমাছির কামড়ে শামছুল হক নামের এক ষাটোর্ধ বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে । জানা যায় সোমবার সন্ধায় ছাগল নিয়ে বাড়ি আসার পথে মৌমাছি অতর্কিতভাবে তার ছাগল ও তাকে কামড়াতে কামড়াতে অজ্ঞান করে ফেললে,স্থানীয়রা তাকে জামালপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।। প্রাথমিক চিকিৎসা করার পর একটু সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বজনরা। বাড়িতে আসার কিছুক্ষণ পরই প্রচন্ডভাবে ব্যাথা উঠতে থাকে এবং গভীর রাতে মারা যান। ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী সকলের নিকট রুহের আত্নার মাগফেরাত কামনা করেছেন। Related posts:নেত্রকোনার হাওরে নৌকাডুবি, ১৭ জনের মরদেহ উদ্ধারজামালপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণজামালপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজছাত্র গ্রেপ্তার Post Views: ২১৪ SHARES সারা বাংলা বিষয়: