জামালপুরে শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

স্টাফ রিপোর্টার, জামালপুর ॥ মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে শিক্ষা জাতীয় করনের দাবী তে “সংকটে নেতৃত্বদাতা,ভবিষ্যতের রুপদর্শী শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক প্রতিষ্ঠানের উন্নয়ন হোক এই প্রতিপাদ্য কে সামনে রেখে শিক্ষক-কমর্চারী ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে এ আলোচনা সভার আয়োজন করেন শিক্ষক-কর্মচারী ফেডারেশন জামালপুর জেলা শাখা।
শিক্ষক-কর্মচারী ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম তফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, সহসভাপতি অধক্ষ্য মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. রহুল আমিন মুক্তা, সাধারণ সম্পাদক ও সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ আকন্দ,কলেজ শিক্ষক সমিতি জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
এছাড়াও জেলা,সদর,উপজেলা শাখার বিভিন্ন শিক্ষা সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষীকারা এতে অংশ গ্রহণ করেন। সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. ইতিমোদদৌলা হিন্দল।