ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ঝিনাইগাতী থানার এসআই মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ১৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ১৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। Related posts:শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল আর নেইশেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণনকলায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো ১২০ জন মেধাবী শিক্ষার্থী Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: