ঝিনাইগাতীতে মাল্টা ও লেবু জাতীয় ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতীতে কৃষি প্রকল্পের সহায়তায় মাল্টাসহ লেবু জাতীয় ফলজ বৃক্ষরোপণের উদ্বোধন করলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর বুধবার সকালে গুরুচরণ দুধনই এলাকায় ওই ফলজ বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে’র সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, বাগান চাষী রফিকুল ইসলাম প্রমুখ। ওইসময় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ডিএম সাদিক আল সাফিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লেবু জাতীয় ফলজ বৃক্ষের উদ্যোক্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির জানান, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সহায়তায় এ এলাকায় বাগান প্রকল্প হিসেবে ৪০০টি মাল্টা চারা, ১হাজার ৫০০টি লেবু চারা, ১২০টি কমলা (দার্জিলিং) চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে অনেককিছু আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ফলজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন কৃষি বিভাগের একটি প্রশংসনীয় উদ্যোগ। Related posts:শেরপুরে পৌণে ৭শ কেজি অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজার হামলায় বৃদ্ধ চাচা খুনশেরপুরে ৫ দফা দাবিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মানববন্ধন Post Views: ২৯৪ SHARES শেরপুর বিষয়: