দেওয়ানগঞ্জে ট্রাক কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় রূপালী আক্তার (১৮) নামের কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত রূপালী চকপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। সে স্থানীয় এমএম কলেজের ছাত্রী। ২৭ অক্টোবর মঙ্গলবার জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চকপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। হাতীভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নুর ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় চকপাড়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি। ঘটনার সময় রুপালী রাস্তা পারা হতে গেলে ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। প্রত্যেক্ষদর্শী সাইফ ইকবাল ও আতিকের দাবি, হাতিভাঙা ইউনিয়নের চকপাড়ার কাঠারবিল বাজার হয়ে তারাটিয়া বাজারে যাবার পথে আনুমানিক সাতটার দিকে নিয়ন্ত্রন হারিয়ে রুপালীকে চাপা দেয়। রুপালী বাড়ি থেকে রাস্তার পার হবার সময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এ সময় রূপালীর সাথে ছোট্ট শিশু থাকলেও সে বেঁচে যায়। অবিবাহিত রূপালী পরিবারের শেষ সন্তান। তার বড় আরো ছয় বোন এক ভাই রয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে। Related posts:ময়মনসিংহ বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার্থী বেড়েছেসম্প্রতি শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শেরপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিতখুনি মোস্তাক ও জিয়ার উত্তরসূরীদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চলবে : তথ্য প্রতিমন্ত্রী Post Views: ৩৫৬ SHARES সারা বাংলা বিষয়: