ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করছে সরকার : আইনমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। আজ বুধবার সকালে আইনমন্ত্রী একটি গণমাধ্যমকে এই কথা বলেন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনার পর থেকে দেশজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, চার্চের ফাদারসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোচনায় আসে। সূত্র: ডিবিসি নিউজ Related posts:কিশোরগঞ্জে উড়াল সড়কসহ ১১ প্রকল্প অনুমোদনবিমানের এমডির কক্ষ থেকে প্রশ্নফাঁস, কমিটির কেউ দায় এড়াতে পারেন না : ডিবিকলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার Post Views: ৩৫৩ SHARES জাতীয় বিষয়: