নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আব্দুল আজিজ (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। ১৯ অক্টোবর সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার খলচান্দা পাহাড়ি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় জুলফিকার আলী ভুট্টোর ছেলে। মঙ্গলবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত আজিজ মদ, গাজা ও মোবাইল ফোন আনার জন্য অবৈধভাবে ১১১২ এর ৫ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার রাত ৮টার দিকে কর ফাঁকি দিয়ে ভারতীয় কোম্পানীর তৈরি রিয়েলমি সি-১১ মডেলের একটি মোবাইল ফোন নিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবির সদস্যরা টের পেয়ে তাকে আটক করে। ওইসময় টহল দলের নেতৃত্বে ছিলেন নায়েক মো. এনামুল হক। বিজিবির জিজ্ঞাসাবাদে মদ, গাঁজা ও অন্যান্য ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য ভারতীয় নাগরিক রাজ নামের একজনের কাছে টাকা দিয়ে এসেছে বলে আব্দুল আজিজ স্বীকার করে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বিজিবির হাতে আটককৃত আব্দুল আজিজের বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে ভারতীয় মোবাইল ফোন আনার অপরাধে থানায় মামলা দায়ের করা হচ্ছে। Related posts:শেরপুরে জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়ায় একজনের মৃত্যুঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্নঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন Post Views: ৪১০ SHARES শেরপুর বিষয়: