নালিতাবাড়ীতে পন্য বিপনন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ১০ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পন্য বিপনন মনিটরিং কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যারিপ কমিশনের সদস্য ও যুগ্ন সচিব শাহ মোঃ আবু রায়হান আল বেরুনী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নালিতাবাড়ী সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তাবৃন্দ। এরআগে অতিথি ও কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ ট্যারিপ কমিশনের সদস্য ও যুগ্ন সচিব শাহ মোঃ আবু রায়হান আল বেরুনীকে ফুলেল শুভেচ্ছা জানান। Related posts:শেরপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণনালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ জন আহতশ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Post Views: ১৮১ SHARES শেরপুর বিষয়: