পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত ১ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানার নবাগত ওসি ফায়েজুর রহমানের নির্দেশনায় ১২ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রফিক ও এএসআই মিজানুর রহমান খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী সামছুল হক মোল্লা (৫৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই আসামী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও গ্রামের তমিজ উদ্দিনের পুত্র। অপর ২ আসামীরা হলো উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের নাজিম উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৩২) সিআর ওয়ারেন্টভুক্ত ও উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আহেজ উদ্দিন ওরুফে নারু মিয়ার পুত্র সুলাইমান হোসেন (৪০) নিয়মিত মামলার আসামী। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি আরো জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশশ্রীবরদীতে মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যাকরোনাভাইরাস প্রতিরোধে শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের জীবাণুনাশক স্প্রে Post Views: ২৮৯ SHARES শেরপুর বিষয়: