পূজামণ্ডপে বিশৃঙ্খলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দর্শনার্থীরা সুন্দরভাবে পূজামণ্ডপে আসছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজামণ্ডপে দর্শনার্থীদের চলাচলে স্ট্যান্ডিং ফোর্স দেয়া সম্ভব হয়নি। পূজামণ্ডপে দর্শনার্থী যারাই আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিরাপত্তারবিষয়ে সন্তুষ্ট। এছাড়াও করোনা পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর কোনো পূজামণ্ডপে এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। আমরা মনে করি, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আশংকা নেই। দর্শনার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পূজামণ্ডপে আসছেন। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করুন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের সঙ্গে মূল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানে। তাদের অপপ্রচার যদি বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারবো না। তারা যেসব আপত্তিকর অপপ্রচার চালাচ্ছে সেসবের কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই। Related posts:প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দনসাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে সাবেক এমপি শ্যামলীর শোক১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার শুরু Post Views: ২৭১ SHARES জাতীয় বিষয়: