বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ অনলাইন ডেস্ক : আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শূন্য হওয়া কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। শনিবার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে মজলিসে আমেলার এক বৈঠকে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। পরে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। বেফাক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আল্লামা মাহমুদুল হাসান গুলশান আজাদ মসজিদের খতিব। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম। সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকার পাশাপাশি সারাদেশের আলেমদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া অতীতে তাকে নিয়ে তেমন বিতর্কও দেখা যায়নি। Related posts:শেরপুরে করোনা জনিত পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ কারাগার থেকে মুক্তি পেলো দণ্ডপ্রাপ্ত ১৫ বন্দিআরও ৩৪ জেলায় নতুন ডিসিভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু Post Views: ১৯৭ SHARES জাতীয় বিষয়: