মেলান্দহে ট্রাক্টর চাপায় বৃদ্ধের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহে ট্রাক্টর চাপায় তোফাজ্জল(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকালে উপজেলার পূর্ব শ্যামপুর চৌরাস্তা মোড়ে ওই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পূর্ব শ্যামপুর গ্রামের ওয়াহেদের ছেলে বৃদ্ধ কৃষক তোফাজ্জল বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় পাশর্^বর্তী ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণ করতে যাওয়ার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর বৃদ্ধ তোফাজ্জলকে চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে ট্রাক্টর চালক আসাদ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। Related posts:প্রধানমন্ত্রীর উপহার পেলো ময়মনসিংহ সিটির ৪নং ওয়ার্ডের ৬শ হতদরিদ্র পরিবারময়মনসিংহের ভালুকায় জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মানববন্ধনজামালপুরে আলুর মূল্যবৃদ্ধি দাবিতে সংবাদ সম্মেলন Post Views: ২৪১ SHARES সারা বাংলা বিষয়: