শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ ড্রেজার ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে টাস্কফোর্স অভিযান চালিয়ে শ্যালোচালিত ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ওই অভিযান পরিচালনা করেন। জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রিজ, কালাকুমা ভোগাই ব্রিজ ও নিজপাড়া বঙ্গবন্ধু পার্ক এলাকার নিষিদ্ধ সীমানা থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি, কালাকুমা ভোগাই ব্রিজ এলাকায় ২টি এবং বুরুঙ্গা ব্রিজ এলাকায় আরও ৫টি মিলে মোট ৯টি শ্যালু মেশিন চালিত ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও কালাকুমা এলাকায় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাপ্পু নামে একজন ড্রাইভারকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানকালে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:করোনাকে ভয় করিনা মানুষের চিকিৎসা সেবাই আমার একমাত্র কাজ ॥ ডাঃ জসিম উদ্দিনঝিনাইগাতীতে কৃষকদের সাথে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ সভাআজ নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস Post Views: ৩৬২ SHARES শেরপুর বিষয়: