শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার উপজেলা পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার দুপুরের উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নসহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরকার নাছিমা আক্তার ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এতে বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন। Related posts:ঝিনাইগাতীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনানালিতাবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধারশেরপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার Post Views: ২২২ SHARES শেরপুর বিষয়: