শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। করোনা ভাইরাস এর কারণে এ বছর সীমিত আকারে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার দুপুরে পুলিশ লাইন্স একাডেমী অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, নকলা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর পৌর শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, নালিতাবাড়ীর বিল্লাল হোসেন চৌধুরী, ঝিনাইগাতীর বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদূল হাসান ফেরদৌস। সভায় কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য দু’জনকে আইজিপি পুরস্কার ও ৪ জনকে পুলিশ সুপারের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, সময় এসেছে, আমাদের এখন চিন্তা-ভাবনার পরিবর্তন আনতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। কমিউনিটি পুলিশের সদস্যদের আগাম তথ্য দিতে হবে। প্রতিটি গ্রামে মহল্লায় কারা মাদক ও দাদন ব্যবসায়ী কমিউনিটির লোকজন তা জানে। কারা স্ত্রীকে মারে। কার ছেলে মাদক খায় ও বিক্রি করে তা কিন্তু এলাকার সবারই জানা। কোন লোকটা ইফটিজিংয়ের সাথে জড়িত এবং কার কাছে অস্ত্র আছে এবং কে চরিত্রহীন এসব তথ্য পুলিশকে জানাতে হবে। তাহলে পুলিশ আগাম ব্যবস্থা নেবে। এ কাজগুলো করলে গণধর্ষণের মত ঘটনা সহজেই ঘটবে না। Related posts:আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরের ঢাকলহাটী-শীতলপুরের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণনকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিতমুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইগাতীতে মানববন্ধন Post Views: ২৩৩ SHARES শেরপুর বিষয়: