শেরপুরে জেলা জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার বিকেলে শহরের পৌর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন। জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জাসদ নেতা লাল মোহাম্মদ কিবরিয়া, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। Related posts:বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংশ্লিষ্ট আসনে উপ-নির্বাচন হবে- তথ্যমন্ত্রীশেরপুরে অগ্রণী ব্যাংকের স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিতশেরপুরে এইচ কে রুমান উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি’ দেয়ালিকা প্রদর্শনী Post Views: ৩২৪ SHARES রাজনীতি বিষয়: