শেরপুরে নারী নির্যাতন বিরোধী গণসচেতনতায় জেলা পুলিশের লিফলেট বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন বিরোধী গণসচেতনতায় শেরপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর বিকালে শহরের থানা মোড় , রঘুনাথ বাজার, মুন্সিবাজার কলেজ মোড়, কলেজ গেইট, নয়ানি বাজার, তিনানি বাজারসহ জন বহুল স্থানে ওই লিফলেট বিতরণ করেন সদর থানার পুলিশ সদস্যরা। শেরপুর সদর থানা কর্তৃক নারী নির্যাতন বিরোধী কমিটির সচেতনতা মুলক কর্মকান্ড ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ-অসংখ্য লিফলেট পথ চারিদের হাতে হাতে পৌছে দেওয়া হয়। এসময় পুলিশি সেবা নিতে শেরপুর পুলিশের নতুন মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু নারী পুলিশ সদস্য এই কর্মূসূচিতে অংশ গ্রহন করেন। Related posts:শেরপুরে জাতীয় শোক দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধাঞ্জলিসাবেক এমপি শ্যামলীর উদ্যোগে শেরপুরের প্রত্যন্ত অঞ্চলে ইফতারী বিতরণ কার্যক্রম অব্যাহতনকলায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতা মূলক সভা Post Views: ২৬৯ SHARES শেরপুর বিষয়: