শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের থানা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ বাছেদ। ওইসময় তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের জন্য বিডি ক্লিন শেরপুরের সকল সদস্যদের ধন্যবাদ দেন। পাশাপাশি স্থানীয় দোকানদের দোকানের পাশে ময়লার ঝুড়ি রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেনসহ বিভিন্ন ইউনিটের সহকারী প্রধানগণ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে বঙ্গবন্ধু চত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন। Related posts:ঝিনাইগাতীতে গৃহবধুকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী পালিতশ্রীবরদীতে মাদ্রাসাছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করলেন শিক্ষক Post Views: ২৪৫ SHARES শেরপুর বিষয়: