শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে জুম ক্লাউড মিটিং অ্যাপে আয়োজিত ওই ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি শিশুর মানবিক বিকাশ, শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশুদের শিক্ষা, আচার আচরণ, মোবাইল আসক্তি প্রভৃতি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং কয়েকজন শিশু অংশ নেন। Related posts:শেরপুরে নির্বাচন পরবর্তী সহিসংতায় হামলা-সংঘর্ষ, আহত ১৫শেরপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণশেরপুরে পুলিশি নিরাপত্তায় বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ও ম্যুরাল Post Views: ১৯৬ SHARES শেরপুর বিষয়: