শেরপুরে মোটরসাইকেল কিনে না দেয়ায় মাকে পুড়িয়ে হত্যা পাষন্ড সেই ছেলে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় হুনুফা বেগম (৩৮) মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আর ওই ঘটনায় আবু হানিফ (১৭) নামে পাষন্ড সেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার দুপুরে পৌরশহরের তাতিহাটি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হুনুফা স্থানীয় সদাগর আলী সাদার স্ত্রী ও শেরপুর শহরের চকপাঠক এলাকার আলাউদ্দিনের মেয়ে। ওই ঘটনায় হুনুফা বেগমের ভাই দুলাল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে হানিফকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুনুফা বেগমের ৩ ছেলে-মেয়ের মধ্যে নবম শ্রেণিপড়ুয়া আবু হানিফ সবার বড়। সে কিছুদিন যাবত মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে আসছিল। এতে মা হুনুফা বেগম রাজী না হওয়ায় গত রবিবার রাতে মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হানিফ। অগ্নিদগ্ধ হুনুফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার হুনুফা মারা যায়। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় নিহতের ছেলে হানিফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Related posts:শেরপুরের ১০০ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা প্রদানশ্রীবরদীতে প্রভাবশালীর রোষানলের অভিযোগ ॥ ৪ মাস যাবত হাজত খাটছেন শিশুসহ ২ নারী ও ১ বৃদ্ধনেত্রকোনায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে ১৫ চেয়ারম্যান প্রার্থীর Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: