শেরপুরে সাবেক এমপি শ্যামলীর নবজাতক পুত্র সন্তানের অকাল মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও ডিএমপি’র ডিসি আনিসুর রহমান বিপিএম পিপিএম দম্পতির পুত্র সন্তান মোঃ আর রহমান জন্মের মাত্র ৭ দিন পরই মারা গেছে (ইন্নালিল্লাহেৃ………রাজেউন)। ১৪ অক্টোবর বুধবার সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। আজ রাত বাদ এশা শহরের ঢাকলহাটীস্থ নিজ বাসভবনে (শ্যামলী সুপার অটো রাইস মিল) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ ওমর ফারুক জানান, গত ৭ অক্টোবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর দ্বিতীয় সন্তান আর রহমানের জন্ম হয়। জন্মের পরপরই ঠান্ডাজনিত সমস্যার কারণে শিশু আর রহমানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। আর রহমানের মৃত্যুতে সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ঢাকলহাটী মহল্লা নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আর রহমানের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে, বড় মামা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা, ছোট মামা মোঃ শুভ রেজা ও মেসার্স সেলিম রেজা এন্ড ফরিদা ইয়াসমিন অটো রাইস মিল, শ্যামলী সুপার অটো রাইস মিল, শ্যামলী প্লাস অটো রাইস মিল, শ্যামলী ব্যাগ হাউজ, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকম পরিবার। Related posts:শেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতশেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতশিল্পপতি ইদ্রিস মিয়া’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শেরপুরের ৪০ মসজিদে ইদ্রিস গ্রুপের ৮ হাজার ইফতার বিতরণ Post Views: ৩৪৮ SHARES শেরপুর বিষয়: